Image description

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা শামীম সরকার। মাস তিন আগে তার বিরুদ্ধে সহ-অভিনেত্রীকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় ব্যপক সমালোচিত হয়েছিলেন তিনি। এবার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ইঙ্গিত করে সামাজিকমাধ্যমে এক পোস্ট শেয়ার করেছেন এই অভিনেতা। 

মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুকে শামীম লেখেন, অন্যের বিপদে পড়া দেখে আমার আনন্দ লাগে না। সে যেই হোক! তবে যার সাথে ঘটে তার অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারণ সে তার বন্ধু টু চামচা কে কী সবার চেহারা যেনে যাবে। সবার ব্যাপারে স্বচ্ছ ধারণা নিয়ে হাসিমুখে সামনের জীবনে চলতে পারবে। এতে সে পরবর্তীতে তাদের হাতে খুন হবে না। আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে এবং নিজের ভুল শুধরে নিতে জানলে সফলতম জায়গায় পৌঁছানো সম্ভব। সত্যি অন্যের বিপদে পড়া দেখে আমার আনন্দ লাগে না!   

এরপর তিনি লেখেন, তবে এটাও সত্য, সবাই সবার কর্মফল ভোগ করবে। আমিও করি, আপনিও করেন, সবাই করে! এতে অবাক হওয়ার কিছু নেই। ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। ইহকাল খুবই ছোট। এতোটাই ছোট যে আমাদের নিজেদেরও জানা নেই। এই ছোট জীবনেও অন্যের দিকে তাকানোর সময় কোথায়? মালাক আল-মউত এর চেহারা আপনার সামনে কেমন হবে সেটা ভেবেছেন? আমি ভেবেছি। এই ভাবনার শেষ নেই...।

অভিনেতার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গ টেনে তিনি বলেন, অকারণে মিথ্যা অভিযোগের বিপদে আমার চেয়ে মিডিয়ার কোনো টেলিভিশন অভিনেতা পড়ে নাই। আমি চলতে শিখেছি, আপনারাও শিখে ফেলুন! আল্লাহ একমাত্র ভরসা।