Image description

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী 'অতিরিক্ত কাজের প্রেশারে' অসুস্থ হয়ে পড়েছিলেন বলে তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ভাষ্য।

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন উপদেষ্টা এখন 'শঙ্কামুক্ত' বলেও জানিয়েছেন তিশা।

চার দিনের সফরে শুক্রবার বিকালে কক্সবাজারে যান ফারুকী। শনিবার বিকাল পর্যন্ত সেখানে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। রাতে তার অসুস্থতার খবর আসে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা থেকে তিনি (উপদেষ্টা) পেটে ব্যথা অনুভব করছিলেন। পরে এখানে চিকিৎসকরা তাকে দেখেছেন।

“আমরা স্যারের পরিবারের সঙ্গে কথা বলেছি। রাত ১০টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা করেন।"

সিভিল সার্জন মোহাম্মদুল হক বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ার কারণে’ উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফেরানো হয়।

শনিবার গভীর রাতে তিশা ফেইসবুকে লেখেন, "মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

"তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি শঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।"

এ বিষয়ে আরো বিস্তারিত জানতে তিশাকে ফোন করা হলে, তিনি ধরেননি। সংস্কৃতি মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাকে ফোন করা হলে, তারা নতুন কোনো তথ্য জানাতে পারেননি।