
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক ও সিনেমা। ঢাকাই সিনেমা ছাড়াও টলিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। গত ১৮ জুলাই মুক্তি পেয়েছে ‘ডিয়ার মা’ সিনেমা। এছাড়াও গতমাসে ‘অর্ধাঙ্গিনী ২’ সিনেমার শুটিং সেরেছেন অভিনেত্রী। নিজের কাজের জন্য জয়া বিশেষভাবে সমাদৃত ভারতেও। এমনকি পেয়েছেন দেশটির ফিল্মফেয়ার পুরস্কারও।
তবে এবার ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে ঘোর আপত্তি জানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় বাংলাদেশ প্রসঙ্গ টেনে জয়াকে রীতিমতো কটাক্ষ করেছেন তিনি।
জয়ার প্রসঙ্গ টেনে কটাক্ষ করে এই বিজেপি নেতা বলেন, ‘বাংলাদেশের এই অভিনেত্রী অনেকদিন ধরেই কলকাতায় আছেন। তবে তিনি কি একবারও বলেছেন, তাদের দেশে যা হচ্ছে, তা অন্যায়!’ মূলত, বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে কলকাতায়। নতুন সিনেমার প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। যা ভালোভাবে নেননি বিজেপি নেতা।
তবে জয়াকে কটাক্ষের দিন তাঁর অভিনয়ের প্রশংসাও করেছেন তিনি। শমীকের ভাষ্যে, ‘জয়া আহসান বলে এক অভিনেত্রী আছেন। একদম সামনে। মঞ্চ আলো করে! বড় মাপের অভিনেত্রী। তার জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে।’
এদিকে এই বিজেপি নেতার মন্তব্যের প্রতিক্রিয়ায় এখনও কিছু বলেননি জয়া।