দ্বিতীয়বার বিবাহবন্ধনে অবন্ধ হয়ে নতুন বছরের শুরুতেই তুমুল আলোচনায় উঠে আসেন গায়ক ও অভিনেতা তাহসান খান। বিয়ের ছবি প্রকাশ্যে পর থেকেই নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। কেউ আবার সমালোচনা করতেও ছাড়ছেন না। তবে নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
সম্প্রতি ফেসবুকে তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদের বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে চয়নিকা লিখেছেন, কয়দিন যাবত মন খারাপ। অনেক প্রিয় মানুষ চলে যাচ্ছে। আর পাশাপাশি ফেইসবুকে কিছু কার্যকলাপ দেখে খুবই বিরক্ত মানে মহাবিরক্ত। তাহসান খান বিয়ে করেছেন। এটা তার ভক্ত হিসাবে আমার কাছে, আমাদের কাছে খুবই আনন্দের খবর। যাকে বিয়ে করেছেন রোজা আহমেদ তিনিও তার কাজ দিয়ে বাংলাদেশের নাগরিক হয়ে নিউইয়র্কে সুপ্রতিষ্ঠিত।
তিনি আরও লিখেছেন, তাহসান তার গান, অভিনয়, ব্যক্ত্বিত্ব সব মিলিয়ে দারুণ একজন জেন্টেলম্যান। বিয়েও করেছেন একজন শিক্ষিত সুদর্শনাকে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা এটাই, সবকিছু ভালো হলেই আমাদের যত সমস্যা। খুঁজে খুঁজে নেগেটিভ কিছু আমাদের বের করতেই হবে। এটাই আমাদের কিছু মানুষের উদ্দেশ্য। মানুষকে প্রকাশ্যে ছোট করা তাদের স্বভাব। একজন শিল্পী তাহসান আমাদের সবার, আমার দেশের সম্পদ। তার কাজের আমরা ফ্যান। একজন ব্যাক্তি তাহসান এর অনেক কিছুই তার পারসোনাল। আমরা আসলে অনেকেই ভদ্রতাবোধ ভুলে যাচ্ছি।ভুলে যাচ্ছি আমরা কোন প্রশ্ন করবো, কোন প্রশ্ন করবো না। পজিটিভ ভাবনা, ভালো ভালো ভাবনা ভাবতে কী সমস্যা জানিনা।
সবশেষে তিনি লেখেন, জানিনা এইসব অপ্রয়োজনীয় প্রশ্ন করে, এইসব ভাইরাল ইন্টারভিউ করে লাভ কী? আর কি কোন খবর নেই নিউজ করার মত? হাস্যকর ভাবনা। কারণ, যার ইন্টারভিউ করার জন্যে মরিয়া তার পরিচয় হচ্ছে ‘প্রাক্তন’ আর পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে লিখতে ব্যাস্ত। আজাইরা সব। যাই হোক অভিনন্দন তাহসান আর রোজাকে। সামনের পথ সুন্দর হোক। গানে গানে ভরে উঠুক আপনার চারপাশ। রোজাকে নিয়ে অনেক ভালো থাকবেন। শ্রদ্ধা-সম্মান আর ভালোবাসায় কেটে যাক জীবন। শুভ কামনা।