Image description
 

ঘটনা ১৯৯০ সালের। ‘আশিকি’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই রাতারাতি পরিচিতি পেতে শুরু করেন বলিউডের অন্যতম অভিনেত্রী অনু আগরওয়াল। বর্তমানে অভিনেত্রী বলি ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন। কিন্তু তার ক্ষোভ আছে—ইন্ডাস্ট্রির প্রতি, নির্মাতাপদের প্রতি। সেই ‘আশিকি’ হিট হলেও এ সিনেমার জন্য এখনো তিনি পুরো পারিশ্রমিক পাননি বলে জানান অনু আগরওয়াল।

পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়কার ইন্ডাস্ট্রি সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, আমি আজ পর্যন্ত আশিকির পুরো পারিশ্রমিক পাইনি। সিনেমার পারিশ্রমিকের মাত্র ৬০ শতাংশ পেয়েছি। নির্মাতারা এখনো আমার কাছে ৪০ শতাংশ ঋণী আছে। তবে অনু এটিও স্বীকার করে নেন যে, সিনেমার বকেয়া পারিশ্রমিকের বিষয়ে তিনি কখনই নির্মাতাদের কাছে যাননি। অনু বলেন, ওকে ম্যান, এটা না হয় ওদের জন্য আমার গিফট।

অভিনেত্রী বলেন, দাউদ ইব্রাহিমের মতো লোকেরা ইন্ডাস্ট্রি শাসন করেছে। ইন্ডাস্ট্রিতে আসা সব অর্থ আন্ডারওয়ার্ল্ড থেকে আসত। সে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ। অনু  আগরওয়াল আরও বলেন, এটি একটি নোংরা ব্যবসা ছিল। আমি আজ আর এর মধ্যে নেই। এখন কোনো সিনেমা করলে বলতে পারব— আগের তুলনায় এটা কতটা নোংরা। সেই সময় সবই হতো টেবিলের নিচ দিয়ে।

তিনি বলেন, আমি অনেক টাকা আয় করেছি। মডেলিংয়ে আমি সিনেমার চেয়ে অনেক বেশি আয় করেছি। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি বলেও জানান অভিনেত্রী।