Image description

চলতি বছর তারকাদের কেউ আগে থেকেই জানিয়েছিলেন বিয়ের খবর। কেউ আবার বিয়েপর্ব সেরে ফেলার পর জানিয়েছেন। তেমনি কোনো তারকার সংসারও ভেঙেছে।

বিয়ে

মৌসুমী হামিদ : ১১ জানুয়ারি আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছেন মৌসুমী হামিদ। তার বর আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত। রানার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী হামিদ।

ফারহান আহমেদ জোভান : ১২ জানুয়ারিতে সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করেন জোভান। তার স্ত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মধ্যরাতে ফেসবুকে ছবি পোস্ট করে নিজেই জানান বিয়ের খবর।

নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান : ১৪ জানুয়ারি সকালে সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেন অভিনয়শিল্পী নাজিয়া হক অর্ষা। জানান, নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন তিনি।

জিনাত সানু স্বাগতা : জিনাত সানু স্বাগতা ২৪ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বাগতার বর হাসান আজাদ ব্যবসায়ী। তবে গানও করেন তিনি।

অর্চিতা স্পর্শিয়া : ১৪ ফেব্রুয়ারি সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে বিয়ে করেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বর পড়াশোনা করেছেন দেশের বাইরে। এখন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন।

সালহা খানম নাদিয়া : চলতি বছরের ২১ জুন নিজের ফেসবুক পেজে বরের সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন অভিনয়শিল্পী সালহা খানম নাদিয়া। বরের নাম সালমান আরাফাত।

রুকাইয়া জাহান চমক : এ বছরের জুনের তৃতীয় সপ্তাহে বিয়ের খবর প্রকাশ্যে আসে অভিনয়শিল্পী রুকাইয়া জাহান চমকের। বিয়ের খবর প্রকাশ হতে না হতেই চমক ও তার স্বামী আজমান নাসিরকে নিয়ে চর্চা হতে থাকে। এর মধ্যে কেউ কেউ বলেন, নাসিরের এটি তৃতীয় বিয়ে আর চমকের দ্বিতীয়।

শারমীন জোহা শশী : বিজয় দিবসে বিয়ে করেছেন ‘হাজার বছর ধরে’ ছবির নায়িকা শারমীন জোহা শশী। তার বরের নাম খালিদ হোসাইন। তিনি অভি নামে পরিচিত।

তানজিকা আমিন : হুট করে বিয়ের খবরটি জানান অভিনয়শিল্পী তানজিকা আমিন। বর অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বাসুনিয়া। ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজধানী ঢাকার বেইলি রোডে তাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সাবরিনা সুলতানা কেয়া : চিত্রনায়িকা কেয়া নভেম্বরের শেষ সপ্তাহে তার বিয়ের খবর জানান। মধ্যরাতে ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি জানান তিনি। বরের নাম মোস্তাক কিবরিয়া, তিনি পেশায় ব্যবসায়ী।

সুজানা জাফর : ২৮ অক্টোবর বিয়ের খবর জানান সুজানা জাফর। সেদিন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভক্তদের বিয়ের খবর জানান তিনি। বর সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও শুধু এটুকু জানান, সুজানার বরের নাম সৈয়দ হক।

শিরিন শিলা : ছয় বছরের প্রেমের পর বিয়ে করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এ বছরের অক্টোবরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার বরের নাম আবিদুল মহায়মীন সাজিল।

বিচ্ছেদ

মাহিয়া মাহি : চিত্রনায়িকা মাহিয়া মাহি এ বছর ১৬ ফেব্রুয়ারি রাতে ভিডিও বার্তায় জানান, তিনি তার স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের কথা জানালেও সেই তারিখ জানাননি মাহি।

আরিফিন শুভ : বছরের জুলাইয়ে আরিফিন শুভ জানালেন বিবাহবিচ্ছেদের খবর। সন্ধ্যায় জানানো সেই খবর শুভর ভক্তদের জন্য ছিল ভীষণ বেদনার। শুভর এ ঘোষণার মধ্য দিয়ে তাদের ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। শুভ জানান, ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ করেছেন আরিফিন শুভ।