Image description

মেট গালার মতো বিশ্বমানের ইভেন্টে প্রথম ভারতীয় পুরুষ তারকা হিসেবে ইতিহাস তৈরি করতে চলেছেন বলিউড কিং খ্যাত শাহরুখ খান। এই ইভেন্টে অংশ নিতে কিং খান এখন নিউইয়র্কে।

এর আগে ভারতীয় সুন্দরীরা ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়িয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। কিন্তু ভারতীয় কোনো পুরুষ মডেল এবাই প্রথম। তাও সেটা হচ্ছে শাহরুখ খানের হাত ধরে।

নিউ ইয়র্ক বিমানবন্দরে মি. খানের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমান বন্দরের টার্মিনালে ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে হেঁটে আসছেন বলিউড বাদশা।

জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে দেখা যাবে তাকে। শাহরুখকে এমন নতুন ঝলকে দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।

১৯৪৮ সালে নিউ ইয়র্কের ফ্যাশন প্রচারক এলিনর ল্যাম্বার্ট নবনির্মিত কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের জন্য মেট গালা শুরু করেছিলেন। বর্তমানে মেট গালাকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আকর্ষণীয় ফ্যাশন ইভেন্ট হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর মে মাসের শুরুতে অনুষ্ঠিত হয় এই মেট গালা।