Image description
 

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি ‘চক্কর ৩০২’ সিনেমার প্রিমিয়ারে তাকে দেখা গেল হুইলচেয়ারে বসে আছেন! ঢাকার স্টার সিনেপ্লেক্সে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে দর্শকরা অবাক হয়ে দেখলেন, হুইলচেয়ারে প্রবেশ করছেন তাদের প্রিয় অভিনেতা। পরনে পাঞ্জাবি, মাথার চুল এলোমেলো, আর ডান পায়ে ব্যান্ডেজ। মুহূর্তেই এটি নিয়ে আলোচনা শুরু হয় – কী হয়েছে মোশাররফ করিমের?ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ সিনেমাটি। শাকিব খান ও আফরান নিশো অভিনীত সিনেমাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামবে এটি। ট্রেইলার প্রকাশের পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে আলোড়ন তুলেছে।

 

প্রিমিয়ারে মোশাররফ করিমের হুইলচেয়ারে বসে আসার বিষয়টি অনেকের কৌতূহলের জন্ম দেয়। অনেকেই ভাবেন, এটি কি সিনেমার প্রচারের কোনো কৌশল? তবে সিনেমার পরিচালক শরাফ আহমেদ জীবন নিশ্চিত করেন, এটি প্রচারের কোনো অংশ নয়। তিনি জানান, মোশাররফ করিমের পায়ে অস্ত্রোপচার হয়েছে। তবুও সিনেমার প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে তিনি প্রিমিয়ারে উপস্থিত হয়েছেন। পরিচালকের ভাষায়, ‘এজন্যই মোশাররফ ভাই সেরা।’প্রিমিয়ারে উপস্থিত হয়ে মোশাররফ করিম বলেন, ‘এখানে যারা সিনেমাটি দেখলেন, তারাই বলতে পারবেন এটি কেমন হয়েছে। তবে আমি বলতে পারি, সবাই দারুণ অভিনয় করেছেন। পরিচালক জীবন সবার কাছ থেকে অভিনয়টা বের করে নিয়েছেন। নতুন কিছু শিল্পীও এতে কাজ করেছেন, যারা অসাধারণ পারফর্ম করেছেন। আমি খুবই আশাবাদী যে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’

 

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমার প্রথম নাম ছিল ‘বিচারালয়’। পরে মন্ত্রণালয়ের নির্দেশে নাম পরিবর্তন করে রাখা হয় ‘চক্কর ৩০২’। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, রওনক হাসান, মৌসুমী নাগ, শাশ্বত দত্তসহ অনেকে।