
আমার বয়স যখন ১৯ তখন ভোটার হয়েছিলাম, এখন ৩৬ অথচ একবারও ভোট দিতে পারিনি বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সি। বেসরকারি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ন্যান্সি বলেন, আমার বয়স যখন ১৯ তখন ভোটার হয়েছি, এখন আমার ৩৬ বছর অথচ ভোট দিতে পারিনি এখনো। সরকার পতনের ওই অবস্থা থেকে আরেকটা সরকার দায়িত্ব নিয়েছে যারা রাজনীতি চর্চা করে না, এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো হবে এটা ভাবাটাও বাড়াবাড়ি। তো এই অবস্থা স্বাভাবিক করতে নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার দরকার।
ন্যান্সি আরো বলেন, আমার ফেসবুক পেইজ দেখলে দেখবেন যে, সরকার পতনের সময় সবাই যে লাল ছবির মাঝে স্বাধীন লেখা প্রোফাইল পিকচার দিয়েছিল, অনেকেরই সেটা এখন নাই। কিন্ত আমার পেইজে আছে এখনো৷ আমি সেই আনন্দ ভুলতে পারি না। শেখ হাসিনা চলে যাওয়াতে আমার সব দিকটা মুক্ত। এখন কোন পুলিশি হয়রানি নাই, কাজ করতে পারছি, কোন নিষেধাজ্ঞা নাই।