
কাপুর পরিবারের বড় মেয়ে করিশমা কাপুরের বিয়ে খুবই ধুমধাম করে হয়েছিল। করিশমার বিয়েতে বলিউড ইন্ডাস্ট্রির প্রতিটি তারকা উপস্থিত ছিল। করিশমাকে সঞ্জয়ের সঙ্গে খুবই খুশি দেখাচ্ছিলেন।
কাপুর পরিবারের বড় মেয়ে করিশমা কাপুরকে সবাই চেনে। যতটা সুন্দর এবং জনপ্রিয় করিশমা কাপুর ছিলেন, ততটাই ভয়ানক ছিল তাঁর বিয়ে। করিশমার ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয়। এই দুর্দান্ত বিয়েতে পুরো বলিউড উপস্থিত ছিল।এত ধুমধামের বিয়ে শেষ পর্যন্ত টেকাতে পারেননি করিশমা।
করিশমা কাপুর যতটা খুশি তাঁর বিয়েতে ছিলেন, ততটাই সমস্যায় পড়েছিলেন বিয়ের পর। বিয়ের কিছুদিন পরই করিশমা কাপুর তাঁর শ্বশুরবাড়িতে সমস্যায় পড়তে শুরু করেন। অভিনেত্রী অনেক কষ্টে এক একটি দিন কাটিয়েছিলেন।
করিশমার অভিযোগ যখন তিনি প্রেগন্যান্ট ছিলেন তখন তাঁর শাশুড়ি খারাপ ব্যবহার করেছিলেন এবং করিশমাকে মারধরও করেছিলেন।
হানিমুনে বড় প্রকাশ করিশমা কাপুর বিয়ের কিছু বছর পর এই প্রকাশ করেছিলেন যে সঞ্জয় কাপুর তাঁর সঙ্গে মারধর করতেন, এমনকী করিশমা এই বিবৃতি দিয়েছিলেন যে সঞ্জয় তাঁকে তাঁর বন্ধুদের সঙ্গে সহবাসের জন্য বলতেন এবং তাঁকে নিলামে তুলেছিল।