Image description

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অনেকেই তাকে বলে থাকেন সাহসী অভিনেত্রী। আবার কারো কথায় স্পষ্টভাষী। সমালোচনা গায়ে না মেখে, আপন গতিতে এগিয়ে চলছেন পরী। অতীতের তিক্ত অভিজ্ঞতাকে পেছনে ফেলে কাজ করে যাচ্ছেন নিয়মিত। দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন কলকাতার সিনেমাতেও।

অভিনয়ে পাশাপাশি পরী সরব আছেন সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে। কাজের পাশাপাশি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করছেন ব্যক্তিজীবনের নানা কিছু। কথা বলছেন, দেশের নানান ইস্যুতেও। তারই ধারাবাহিকতায় পরীর এবার শেয়ার করলেন জীবন থেকে শেখা তিনটি অর্জনের কথা। যা ‘সঠিক মানুষ’ চেনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নায়িকা মনে করেন।

পরীমণির কথা মতে, নিজের জীবনের কিছু গোপন তথ্য সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে।

এরপর ভক্তদের তিনটি সঠিক পরামর্শ দিয়েছেন এই চিত্রনায়িকা। তিনি বলেন, ‘আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস- ১, আপনার অ্যাকাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে। ২, আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কিসে দুঃখ পান, কিসে আপনার আনন্দ, মোটকথা আপনার সমস্ত ইমোশন) যে বা যারা জানবে। ৩, আপনি যে বা যাদেরকে আপনার খুব কাছের মানুষ বলে জানবেন।’

এরপর পরী বলেন, ‘ব‍্যাস এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে, যদি না সেই মানুষ/ মানুষেরা সঠিক না হয়। আপনি ভুল মানুষে বিশ্বাস/ ভরসা করবেন, ধরা খাইলে তাদের দোষ দিবেন- এটা তো ঠিক না বস! সো… সমস্ত সমস্যা আপনারই।’