ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত তিনজন বেসামরিক নিহত ও একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে এই ড্রোন হামলা চালায় রুশ সেনাবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষে দুই পুরুষ ও এক নারী নিহত হন এবং আরও একজন আহত হয়েছেন। কিয়েভের আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, হামলায় একটি বহুতল আবাসিক ভবন, আটটি ব্যক্তিগত বাড়ি, বাণিজ্যিক স্থাপনা এবং বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ইউনিট ও ভ্রাম্যমাণ ড্রোন শিকারি দল ৫৮টি রুশ ড্রোনের মধ্যে ২৫টি ভূপাতিত করেছে এবং ২৭টি ড্রোনকে ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে দিক পরিবর্তন করানো হয়।
তিন বছরের কাছাকাছি সময় ধরে চলমান যুদ্ধে ইউক্রেনে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ সালে রাশিয়া ৭ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে, যা ২০২৩ সালের তুলনায় দ্বিগুণ। এর বেশিরভাগই ভূপাতিত বা দিক পরিবর্তন করা হয়েছে, তবে অনেক ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
যুদ্ধের শুরু থেকেই মস্কো বেসামরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।