
সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১২টায় ক্যাপিটাল হিলে কয়েক লাখ ভক্তদের উপস্থিতিতে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লাখো মানুষের সামনে তাকে শপথ বাক্য পড়ান দেশটির প্রধান বিচারপতি। এর মধ্য দিয়ে ২৪৮ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসাবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসলেন তিনি। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অনেকেই ওয়াশিংটনের সেন্ট জনস চার্চ এবং ইউএস ক্যাপিটলে ট্রাম্পের ভাষণের আগে মঞ্চে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানকে ঘিরে যেন প্রযুক্তি খাতের ধনকুবের, বিদেশি কূটনীতিক ও শীর্ষস্থানীয় সিইওদের মিলন মেলা বসেছিল। খবর রয়টার্স।
- তবে অন্যান্য অতিথিদের তুলনায় সবার নজর কেড়েছে বিশ্বের অন্যতম ধনকুবের অতিথিরা। পৃথিবী নিয়ন্ত্রণ করা জায়ান্ট কোম্পানিগুলোর অধিকাংশ মালিকদের এদিন দেখা যায় এক ফ্রেমে। যা আগাম বার্তা দিচ্ছে যে, দেশটির অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসছে এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।শপথ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যদের পেছনেই আসন গ্রহণ করেন প্রযুক্তিখাতের প্রভাবশালী কর্তাব্যক্তিরা।এদিন ট্রাম্প পরিবারের সাথে প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের মধ্যে স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জাকারবার্গ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বিশ্ব ধনকুবেরদের একই ছাদের নিচে নিয়ে আসাকে মার্কিনীদের নতুন একটি মাইলফলক হিসেবেই বিবেচনা করছেন অনেকেই।