Image description
 

সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১২টায় ক্যাপিটাল হিলে কয়েক লাখ ভক্তদের উপস্থিতিতে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লাখো মানুষের সামনে তাকে শপথ বাক্য পড়ান দেশটির প্রধান বিচারপতি। এর মধ্য দিয়ে ২৪৮ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসাবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসলেন তিনি। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অনেকেই ওয়াশিংটনের সেন্ট জনস চার্চ এবং ইউএস ক্যাপিটলে ট্রাম্পের ভাষণের আগে মঞ্চে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানকে ঘিরে যেন প্রযুক্তি খাতের ধনকুবের, বিদেশি কূটনীতিক ও শীর্ষস্থানীয় সিইওদের মিলন মেলা বসেছিল। খবর রয়টার্স।