বলিউডের জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান বলেছেন, আমি শিরিষকে সমকামী ভাবতাম। এমন ধারনা আমার প্রায় ৬ মাস ধরে ছিল। আমার তাকে খুব একটা পছন্দ হত না। ইউটিউবে অর্চনা পূরণ সিংয়ের চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে স্বামী শিরিষ কুণ্ডকে নিয়ে এমন বোমা ফাটালেন ‘ওম শান্তি ওম’ পরিচালক।
প্রায় ২০ বছর হয়ে গেছে তাদের দাম্পত্য। ফারাহ যখন শাহরুখ-সুস্মিতাকে নিয়ে প্রথম সিনেমা ‘ম্যায় হু না’ বানাচ্ছেন তখন এডিটর ছিলেন শিরিষ। সেখান থেকেই প্রেম ও সম্পর্কের শুরু। এখন তারা তিন সন্তানের মা-বাবা। যদিও প্রেমে পড়ার আগে অল্প হলেও শিরিষকে এড়িয়ে চলতেন তিনি। প্রয়োজনে পায়ে পা দিয়ে ঝগড়া করতেন। আর তা শুধুমাত্র রাগ দেখানোর জন্যই।
এসব গুঞ্জন হতে পারত। কিন্তু ফারাহ সমান লাউড। কোন কথাই তার মুখে আটকায় না। ঠোঁটকাটা বললেও ভুল হবে না। ফারাহ নিজেও সেটা স্বীকার করেন। আর তাই তো অর্চনা যেই ফারাহ ও শিরিষের লাভ স্টোরি নিয়ে প্রশ্ন করলেন, তখন এদিক-ওদিক না ভেবে ফারাহ সব যেন বলেই দিলেন।
‘পরের দিকে শিরিষকে ভালো লেগেছিল’ উল্লেখ করে সম্পর্কের ২০ বছরের পর ফারাহ বলেন, সম্পর্কের প্রথম দিকে কথায় কথায় রেগে যেত শিরিষ। আমি চুপ থাকতাম। তারপর হঠাৎ করে আমার সঙ্গে কথা বন্ধ করে দিত। আমাদের মধ্যে কেউ ঝগড়ার পর ক্ষমা চাই না। পরের দিকে শিরিষ ঝগড়া করতে এলে আমি ফোনের দিকে তাকিয়ে থাকতাম। সে চুপচাপ কেটে পড়ত। আসলে শিরিষ মনে করে ওর ভুল হতেই পারে না। এটা অদ্ভুত স্বভাব।