শীত মৌসুমেও ঢাকার তাপমাত্রা কমছে না। দেশের প্রায় সব অঞ্চলে ঠাণ্ডা অনুভূত হলেও ঢাকার চিত্র এখন উল্টো। শীতের পরিবর্তে অনুভূত হচ্ছে গরম। অন্য দিকে বায়ু দূষণের লাগাম টেনে ধরাও অসম্ভব হয়ে পড়েছে। যার কারণে বিশ্বকে পেছনে ফেলে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩ নম্বরে (সূচক ২৬০)। এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়েছে।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এটির কেন্দ্র বাংলাদেশ থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে রয়েছে। ফলে বাংলাদেশে এর প্রভাব পড়বে না। তবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিম্নচাপ এলাকায় বিচরণ না করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়েছে। ঢাকায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বেড়ে হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।