চট্টগ্রামের নিউ মার্কেট সংলগ্ন নুপুর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রেল স্টেশনের বিপরীতে ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, ওই গলিতে বেশিরভাগই জুতার দোকান। যে ভবনে আগুন লেগেছে, সেখানে জুতার গুদাম রয়েছে। আগুন লাগায় চারদিক ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।