zahed Mozumder
খালেদার পাল্টা শর্ত খালেদা জিয়াকে ধুমকা শর্ত দিয়ে চিরাচরিত বদভ্যাসের চরিত্রই প্রকাশ করেছে হাসিনা। তবুও খালেদার সঠিক সত্য এবং তথ্য নির্ভর জবাব দেওয়ার অনেক কিছুই আছে।প্রশ্ন হচ্ছে হাসিনার ধাপ্পাবাজি শর্তের উত্তর আর খালেদার পাল্টা শর্ত চূড়া হলে কি হবে,হাসিনা কি সে শর্ত মানবে? আসলে হাসিনা আইনশৃঙ্খলা লিগ আর জং দং লিগ এর উপর নির্ভর করে কূটকৌশলের আশ্রয় নিয়েছে। এবার আসা যাক খালেদা হাসিনাকে যদি নিম্নুক্ত শর্ত আরোপ করে। ১।বাংলাদেশে সংসদ বর্জনের রাজনীতি হাসিনা চালু করেছে,সে জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ২।বাংলাদেশে হরতাল,বাস গাড়ি পোড়ানো,পুলিশ সহ সাধারণ মানুষ হত্যা হাসিনা নির্দেশে হয়েছে[১৯৯৫-১৯৯৬ ফেব্রুয়ারী এবং ২০০৬ সালে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার নির্দেশ]সে জন্য হাসিনা কি শাস্তি ভোগ করতে প্রস্তুত। ৩।বাংলা মোটরে বাসে পেট্রল ঢেলে মানুষ পুড়িয়ে মারার দায়িত্ব স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৪।১৯৯৫-১৯৯৬ সালে কথিত যুদ্ব অপরাধীদের সাথে নিয়ে নৈরাজ্য সৃষ্টি করে যে তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছিল তা পুনর্বহাল করতে হবে এবং যুদ্ব অপরাধীদের সাথে নিয়ে আনদোলন পরে সরকার গঠনে জামাতের সংসদ সদস্যদের সমর্থন চেয়েছিল সে জন্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৫।প্রতিহিংসা ও অপরাজনীতি পরিহার করে জনগনের জন্য সুস্থ রাজনীতি করার অঙ্গীকার করতে হবে। ৬।বাংলাদেশে জঙ্গির অভয়ারন্যে পরিনত হয়েছে বলে বিশ্ববাসীর সাহায্য চেয়ে এখন বলে জঙ্গি নাই তাহলে বিদেশী দুই নাগরিক জং দং লিগ হত্যা করেছে এ কথা স্বীকার করতে হবে। আরো অনেক অপকর্মের শর্ত দিতে পারেন খালেদা যার তথ্য প্রমান পত্র পত্রিকা ভিডিও ক্লিপ এখনো সংরক্ষিত আছে। অস্রের উপর ভর করে আছে বিধায় হাসিনা দাম্ভিকতার সাথে খালেদার দেওয়া শর্ত গুলি অশালীন ভাষায় উড়িয় দিবে। হাসিনার দেওয়া শর্ত গুলি যদি তথ্য নির্ভর হয়ে থাকে তা হলে খালেদা মেনে নিবে বলে জনগণ মনে করে।
..........................................................................................................