সাপ্তাহিকী
|
মোহাম্মদ সফিউল আলম
|
|
গলাবাজি
28 Jul, 2013
ইলেকশনে দাঁড়িয়ে
নেতাজি বললেন,
হাত দু'টো নাড়িয়ে
বলেই চললেন।
উন্নয়নের জোয়ারে
দেশটা ভাসছে,
দেশের মানুষ আজ
খুশীতে হাসছে।
আগের চেয়ে অপরাধ
অনেকটা কমেছে,
বিলিয়ন ডলার
রিজার্ভে জমেছে।
যা কিছু ভাল সব
আমরাই করেছি,
সন্ত্রাসী খুনীদের
আমরাই ধরেছি।
আমি যা বলছি
সেটাই সত্য,
এবং সেটাই
নির্ভুল তথ্য।
ওরা যা বলে সব
মিথ্যা বানোয়াট,
ধোকাবাজি গলাবাজি
তথ্য বিভ্রাট।
সঠিক ইতিহাস
আমরাই জানাবো,
দেশটাকে সিঙ্গাপুর
আমরাই বানাবো।
সাগর-রুনীর খুনীদের
আমরাই ধরবো,
নিজেদের টাকাতেই
সেতুটা করবো।
দেশের যা দরকার
সবকিছু করবো,
জনগণের সুখের জন্য
প্রয়োজনে মরবো।
যার যা চাহিদা
মিটাবো সবটা,
আমাকেই দিবেন কিন্তু
আপনার ভোটটা।
শুনে শুনে ভোটারের
কান দু'টো ঝালাপালা,
এলো তবে মোক্ষম
জবাবটা দেবার পালা।
জেনেশুনে সবকিছু
দেখে শুনে চারিদিক,
হিসেবটা মিলিয়েই
ভোট দেব ঠিক ঠিক।
ভাসতে আর চাই না
গলাবাজি ভাষণে,
দেশটা চলুক এবার
আইনের শাসনে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন