সাপ্তাহিকী
|
আব্দুল্লাহ মাহমুদ নজীব
|
|
আলোকবর্তিকা
26 May, 2013
রাত্রি ক্রমশ গভীর হবার আয়োজন দেখে আমি
হঠাৎ কখনো থমকে দাঁড়াই, অসুরের কাছে শির
নুয়ে অবশেষে হার মেনে নিতে প্রস্তুত হয়ে যাই।
মাঝপথে এসে পেছন ফেরার উপায়ও আর নাই!
সিনায় আমার বিঁধে তখনই অনুশোচনার তীর;
দষ্ট হৃদয়ে অনুভূতি জাগে, কিভাবে এখন থামি?
দিশেহারা হয়ে চোখ বুলালাম সম্মুখে চারপাশে।
কালো এ আঁধারে আলো জ্বালানোর নেই বুঝি কেউ ঢের?
তাকিয়ে হতাশ হলাম; দেখি- না, এ সাহস কারো নেই!
সহসা একটি মশালের আলো দৃষ্টি কেড়েছে যেই-
নির্ভয়ে আলো হাতে নিয়ে শুরু করি পথচলা। ফের
মনে সাহসের ঢেউ খেলে যায়, দু'চোখে স্বপ্ন ভাসে।
[নিবেদন: প্রিয় আপুমণি রাহনুমা সিদ্দিকা তাসনিম]
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন