Image description

জীবনের ব্যস্ততা নিরসনে অ্যাপ ছাড়া চলে না। অন্যদিকে, স্মার্টফোনের প্রাণ যেন অ্যাপ। দুর্নিবার ভার্চুয়াল দুনিয়ায় ছড়ানো রয়েছে হাজারো প্রয়োজনের অ্যাপ। কিছু অ্যাপ দৈনন্দিন জীবনে বিশেষ জায়গা করে নেয়। কিন্তু ফোনের জায়গা দখলে নেয় এমন কাজহীন অ্যাপের সংখ্যা কম নয়। অনেক স্মার্টফোন গ্রাহক একে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন; দিয়েছেন সৃষ্ট সমস্যার উদাহরণ।

নিজে থেকেই স্মার্টফোনে ডাউনলোড হয়ে যাচ্ছে অনেক রকমের অ্যাপ। অনেকে ইতোমধ্যে এই সমস্যায় পড়েছেন। কীভাবে এই সমস্যা থেকে রেহাই পাবেন আর কীভাবে নিজে থেকেই অ্যাপ ডাউনলোড পদ্ধতিতে বাধা তৈরি করবেন– এমন প্রশ্ন আসা স্বাভাবিক।

 

কোনো অ্যাপকে ডাউনলোড হওয়ার অনুমতি দেওয়া ঝুঁকিপূর্ণ কাজ। সে জন্য কী কী করা প্রয়োজন, তা জানা আবশ্যক।

আগে অ্যাপকে দেওয়া অনুমতি পরিবর্তন করতে হবে। নিজের ডিভাইসের সেটিংস অংশে যেতে হবে। অ্যাপ বিকল্পে ট্যাপ করতে হবে। যে অ্যাপটি পরিবর্তন করতে চাইছেন, তা আগে ট্যাপ করতে হবে। কোনো কারণে অ্যাপটি খুঁজে না পেলে সব অ্যাপ দেখার বিকল্পে ট্যাপ করতে হবে। এর পর খোঁজ করা অ্যাপটি নির্বাচন করবেন। অনুমতি বিকল্পে ট্যাপ করে কোনো অ্যাপকে অনুমতি দিলে বা বাতিল করলে, সেসবের খোঁজ মিলবে এখানে।

 

অনুমতির বিষয়ে সেটিং পরিবর্তন করতে এ অংশে ট্যাপ করতে হবে। তারপর অনুমতি দিচ্ছেন বা দিচ্ছেন না, তা নির্বাচন করতে হবে। ক্যামেরা, লোকেশন ও মাইক্রোফোনবিষয়ক অনুমতির জন্য 
উল্লেখ করা এসব বিষয়ের মধ্য থেকে যাচাই-বাছাই করতে হবে।

অনেক সময় শুধু লোকেশনের জন্য অনুমতি প্রয়োজন হবে। এ ছাড়া অ্যাপ যে কোনো সময় অনুমতি মেনে নিয়েই কাজ করবে; এমনকি যখন অ্যাপ ব্যবহার করেন না, তখনও।

অনুমতি কখন

শুধু অ্যাপ ব্যবহার করার সময়ে অনুমতি অ্যাকশন দিতে হবে। প্রতিবার অ্যাপে প্রবেশের সময় অনুমতি চাইবে। অ্যাপ বন্ধ না হওয়া পর্যন্ত প্রদেয় অনুমতি ব্যবহার করতে পারে।

কী পরিবর্তন করবেন

ডিভাইসে সেটিংস অ্যাপে প্রবেশ করতে হবে। সুরক্ষা ও গোপনীয়তা এবং পারমিশন ম্যানেজার ট্যাপ করতে হবে। বিশেষ কোনো অ্যাপে অনুমতি দিলে বা বাতিল করলে সেগুলো এখানে দেখতে পাবেন। অ্যাপের অনুমতি পরিবর্তন করতে অ্যাপে ট্যাপ করে অনুমতি সেটিংস বেছে নিন। এতে নিজে থেকে কোনো অ্যাপ ডাউনলোড হওয়ার আর সুযোগ থাকবে না।