ইন্টার মায়ামির জার্সিতে যোগ দেওয়ার তিন বছর পর দলকে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নিজে গোল না পেলেও দুটি গোলে অ্যাসিস্ট করেছেন। এটা তার ক্যারিয়ারের ৪৭তম শিরোপা। গতকাল শনিবার রাতে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা তুলল মায়ামি।
পুরো ম্যাচজুড়ে অসাধারণ অবদান রাখায় এমএলএস কাপ এমভিপি নির্বাচিত হন আর্জেন্টাইন কিংবদন্তি। অষ্টম মিনিটে তাদেও আলেন্দের ক্রসে ডিফ্লেকশনে আসে মায়ামির প্রথম গোল। এরপর ৭১ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে রদ্রিগো ডি পল জয়সূচক গোলটি করেন। ইনজুরি টাইমে আলেন্দে আরও একটি গোল করলে ৩-১ ব্যবধানে নিশ্চিত হয় শিরোপা।
ম্যাচশেষে আবেগাক্রান্ত হয়ে মেসি বলেন, ‘তিন বছর আগে এমএলএসে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমরা এমএলএস চ্যাম্পিয়ন। দল পুরো মৌসুমে অসাধারণ পরিশ্রম করেছে। এটি সেই মুহূর্ত, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। খুবই ভালো লাগছে।’
২০২৩ সালে যোগ দেওয়ার পর লিগস কাপ জিতলেও প্রথম মৌসুমে প্লে-অফে পৌঁছাতে পারেনি মায়ামি। ২০২৪ সালে রেকর্ড ৭৪ পয়েন্টে সাপোর্টার্স শিল্ড জিতলেও শিরোপার স্বপ্ন অপূর্ণ ছিল। অবশেষে এ বছর পূর্ণতা পেল মায়ামির বড় লক্ষ্য। কোচ হাভিয়ের মাশেরানো বলেন, ‘মৌসুমজুড়ে মেসি শুধু গোল-অ্যাসিস্টে নয়, ডিফেন্সেও দারুণ ছিল। শেষ কয়েক ম্যাচে তার অতিরিক্ত প্রেসিংই বলে দেয়, এই শিরোপা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
এমএলএস কাপ জয়ের মাধ্যমে ক্যারিয়ারকে বিদায় জানালেন জর্দি আলবা এবং সের্হিও বুসকেটস। এ মৌসুম শেষেই অবসরে যাচ্ছেন এ দুই তারকা। মেসি বলেন, ‘বার্সেলোনার যাদের সঙ্গে আমার অসাধারণ একটা ক্যারিয়ার ছিল, তাদের এভাবে শিরোপা