Image description

সিলেটেই পর্দা উঠছে বিপিএলের ১২তম আসরের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

 
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
 
 
বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
 
বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
 

সিলেট কি পারবে আবারও বিপিএলের উৎসবের কেন্দ্রবিন্দু হতে? আবাসন সংকট থেকে সূচি–বদলের আলোচনা—সব জট কাটিয়ে অবশেষে পরিষ্কার, জমজমাট আয়োজনে ২৬ ডিসেম্বরই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ প্রকাশ করেছে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি, আর খুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এক মাসব্যাপী উত্তেজনার দরজা।

আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার আয়োজিত হবে উদ্বোধনী ম্যাচ। দুপুর ২টায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়েলস। পরদিন মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স, দুপুর ১টায়। একই দিনে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স খেলবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে।

প্রথম পর্বে সিলেটে ছয় দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, মাঝে দুই দিন করে বিরতি। এরপর দ্বিতীয় পর্ব ঘুরে যাবে বন্দরনগরী চট্টগ্রামে—৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত জমবে লড়াই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

 

১৫ জানুয়ারি বিপিএল ফিরবে ঢাকায়। তিনদিন টানা ম্যাচ আয়োজনের পর ১৭ জানুয়ারিতেই শেষ হবে গ্রুপ পর্বের খেলা।

 

১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে দুই ফাইনালিস্ট নির্ধারণ হবে। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পর্দা নামবে বিপিএল–১২–এর।

 

 

সিলেটেই পর্দা উঠছে বিপিএলের ১২তম আসরের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
সূচি প্রকাশের আগেই শোনা যাচ্ছিল, সিলেটে হোটেল সংকটের কারণে ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরু হতে পারে। তবে শেষ পর্যন্ত সংকট কাটিয়ে উঠেছে আয়োজকরা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, “হোটেলে রুম পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। তাই ঢাকা পর্ব দিয়ে শুরু করার ভাবনা ছিল। কিন্তু সিলেটের হোটেল কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি সমাধান করায় সিলেট পর্ব দিয়েই বিপিএল শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত করেছি।”

 

২০১৭ সালের পর এই প্রথমবার সিলেট থেকে শুরু হচ্ছে বিপিএলের নতুন আসর। এখন অপেক্ষা—২৬ ডিসেম্বর, যখন আবারও আলোর ঝলকানি, গ্যালারির গর্জন আর ব্যাট–বল লড়াইয়ে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব।