ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে বড় নিলাম না হলেও ছোট একটি নিলামে দলবদলের কাজ সারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ডিসেম্বরের ১৬ তারিখ আবুধাবিতে অনুষ্ঠিত হবে এই মিনি নিলাম। যেখানে নাম লিখিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানসহ ১ হাজার ৩৫৫ ক্রিকেটার।
মিনি নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপির সর্বোচ্চ ভিত্তিমূল্যে আছেন মুস্তাফিজ। মোট ৪৩ জন বিদেশি ক্রিকেটার একই মূল্যশ্রেণিতে আছেন। মুস্তাফিজ ছাড়াও এদের মধ্যে আছেন ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, জেমি স্মিথ, মুজিব উর রহমান, নবীন উল হক, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, জস ইংলিস, গাস অ্যাটকিনসন, বেন ডাকেট, টম ব্যান্টন, টম কারেন, লিয়াম ডসন, ড্যানিয়েল লরেনস, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রাভিন্দ্রা, মাইকেল ব্রেসওয়েল, জেরাল্ড কোয়েটজি, লুঙ্গি এনগিডি, আইনরিখ নোর্কিয়া, মাথিশা পাথিরানা, মহেশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারঙ্গা। তথ্য ক্রিকবাজের।
১ কোটি ভিত্তিমূল্যে নাম লিখিয়েছেন আইপিএলে ৭১ ম্যাচ খেলা সাকিব। নিউজিল্যান্ডের লেগস্পিনার আদিত্য অশোকের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, আকিল হোসেন ও আলজারি জোসেফ সর্বোচ্চ ২ কোটি রুপির বেস প্রাইসে নাম লিখিয়েছেন।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নাম লিখেছেন, মায়াঙ্ক আগরওয়াল, কে.এস. ভারত, রবি বিষ্ণোই, ভেঙ্কটেশ আয়ার, রাহুল চাহার, আকাশ দীপ, দীপক হুদা, সরফরাজ খান, শিবম মাভি, নবদীপ সাইনি, চেতন সাকারিয়া, কুলদীপ সেন, পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠি, সন্দীপ ওয়ারিয়র ও উমেশ যাদবরা। তাদের মধ্যে মাত্র দুইজন—রবি বিষ্ণোই ও ভেঙ্কটেশ আয়ার নিজেদের সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি রুপি রেখেছেন।
অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট ও স্টিভ স্মিথরা নাম খেলানো আলোচিত ক্রিকেটার। বিয়ের কারণে জশ ইংলিস থাকতে পারবেন কি না সেটি নিশ্চিত নয়, তবে নাম লিখিয়েছেন তিনি। তবে চমক হিসেবে নাম নেই গ্লেন ম্যাক্সওয়েলের।
ড্রাফট তালিকায় আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ ১৪ দেশের খেলোয়াড় রয়েছে। এমনকি মালয়েশিয়ারও আছে একজন! নাম লিখিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার বিরানদীপ সিং। নিজের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি রেখেছেন তিনি।
১৫ নভেম্বরের রিটেনশন শেষ হওয়ার পর ১০টি আইপিএল দলের হাতে মোট ২৩৭.৫৫ কোটি রুপি ব্যয় করার সুযোগ রয়েছে। সর্বোচ্চ পুঁজি নিয়ে নিলামে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের বাজেট ৬৪.৩০ কোটি রুপি। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস, যাদের হাতে আছে ৪৩.৪০ কোটি রুপি। সমস্ত দল মিলিয়ে মোট ৭৭ জন ক্রিকেটার নিতে পারবে। যার মধ্যে ৩১ জন বিদেশি।