ফুটবলে এমন দৃশ্যের দেখা মেলে কালেভদ্রে। ওয়েইন রুনি, ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেলরা হাওয়ায় ভেসে গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার সেই বাইসাইকেল কিকে গোল করলেন বাংলাদেশ ফুটবলের মহাতারকা হামজা চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নেপালের বিপক্ষে চোখ ধাঁধানো এমন গোল করে রীতিমতো বিশ্ব ফুটবলে শোরগোল ফেলে দিয়েছেন তিনি।
হামজা চৌধুরীর এমন দর্শনীয় গোলের দৃশ্য চোখ এড়ায়নি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার। তাইতো উড়ন্ত হামজার দুটি ছবি পোস্ট করেছে ফিফা, ক্যাপশনে লিখা- উড়ন্ত হামজা, পাশে বাংলাদেশের ছবি।
লেস্টার সিটির হয়ে একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী একাই যেন বাংলাদেশ ফুটবলের চেহারা পালটে দিচ্ছেন। তার সঙ্গী হয়েছেন আরও একঝাঁক প্রবাসী ফুটবলার।
ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ইউরোপীয় ধাচে গোল করে আরও একবার নিজের জাত চেনালেন হামজা। জাতীয় স্টেডিয়ামে বাইসাইকেল কিকে যে গোলটা তিনি করলেন, ওই ছবিই যেন হয়ে গেছে বাংলাদেশ ফুটবলের আইকন।