Image description

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি উপভোগ করেছেন তিনি। 

ম্যাচের শুরুতে ব্যাটিং করে পাকিস্তান। এই ইনিংস শেষ হওয়ার আগেই মিরপুর ছাড়েন মির্জা ফখরুল। এদিন ছেলেকে নিয়ে মাঠে হাজির হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

তবে বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজ শুরুর আগে দর্শকদের উপস্থিতি নিয়ে শঙ্কা ছিল অনেক।  সেসব শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন অবশ্য সমর্থকরা। লম্বা সময় পর ঘরের মাঠে আয়োজিত এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার কোনো কমতি দেখা যায়নি। 

সিরিজের প্রথম ম্যাচে স্টেডিয়ামে দর্শকের ঢল নেমেছে। বিশেষ করে স্টেডিয়ামের ইস্ট্যার্ন গ্যালারি, আবু সাইদ স্ট্যান্ড এবং ক্লাব হাউজ কানায় কানায় পূর্ণ হয়েছে।