
অবশেষে টস ভাগ্যে জিতলেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিং করবে পাকিস্তান। টি-টোয়েন্টিতে পুর্ণকালীন অধিনায়ক হওয়ার পর সবশেষ ৯ ম্যাচেই টস হেরেছেন লিটন। দশম ম্যাচে এসে টসে জিতলেন।
ম্যাচে এক পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ী ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম। তার জায়গায় এসেছেন আরেক পেসার তাসকিন আহমেদ। গ্রোইন ইনজুরির কারণে নেই বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
ঘরের মাঠে বাংলাদেশের লক্ষ্য জয়। এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে মোট ২২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে মাত্র ৩ বার জয় পেয়েছে বাংলাদেশ, বাকি ১৮ বারই জয়ী হয়েছে পাকিস্তান। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এই তিন জয়ের মধ্যে দুইটি এসেছে মিরপুরেই, ২০১৫ সালে এবং ২০১৬ এশিয়া কাপে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃহয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব।
পাকিস্তান একাদশ : ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হ্যারিস, সালমান অঘা, হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।