Image description

বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ভারতের সাবেক ক্রিকেটাররা না খেলতে চাওয়ায় ম্যাচটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

ডব্লিউসিএলে ভারতীয় দলে আছেন যুবরাজ সিং, হরভজন সিং, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, ইরফান পাঠান, ইউসুফ পাঠানসহ আরো কিছু সাবেক ক্রিকেটার। রোববার (২০ জুলাই) সকালে এজবাস্টনে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সঙ্গে মাঠে নামার কথা ছিল তাদের। কিন্তু ধাওয়ানসহ আরো বেশকিছু খেলোয়াড় প্রতিবেশি দেশের বিপক্ষে ম্যাচটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন।

গত এপ্রিলে কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। টানা এক সপ্তাহ উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে রাজি হয় দুই দেশ। যদিও তার প্রভাব রয়ে গেছে মাঠে খেলায়। মূলত সেই সামরিক সংঘাতের জেরেই পাকিস্তান লিজেন্ডসদের বিপক্ষে ম্যাচ বাতিল করেছে ভারত- সেটা স্পষ্ট ধাওয়ানের বার্তায়।

এক্সে একটি চিঠি শেয়ার করেছেন ধাওয়ান। সেই চিঠিতে লেখা, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে শিখর ধাওয়ান পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না সেটা নিশ্চিত। এই সিদ্ধান্তটি গত ১১ মে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আলোচনায় জানানো হয়েছিল। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি ও ভারত-পাকিস্তান মধ্যকার সম্পর্কে টানাপোড়েন বিবেচনায় ধাওয়ান ও তার দল এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা লিগ কর্তৃপক্ষের সহযোগিতা ও বোঝাপড়ার অনুরোধ করছি।’