Image description

বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শ্রীলঙ্কার সঙ্গে ২-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ নারী ফুটবল দল। লাল-সবুজদের হয়ে প্রথম গোলটি করেছেন কানন রানী বাহাদুর ও পরেরটি করেন পূজা রানী।

ম্যাচের শুরুতে কিছুটা অগোছালো ছিল লাল-সবুজের মেয়েরা। সপ্তম মিনিটে পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করেছিল লঙ্কানরা। কিন্তু গোলরক্ষক ফেরদৌসী আক্তার সোনালীর দৃঢ়তায় রক্ষা পায় বাংলাদেশ। ১৪ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাইট উইং থেকে বক্সে ঢুকে বল বাড়ান কানন, জটলার মধ্যে পেয়ে যান রুমা আক্তার। কিন্তু শ্রীলঙ্কার গোলরক্ষক থারুশিকা দারুণ সেভে দলকে বাঁচান।

অবশেষে ২৪ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। কানন রানী বাহাদুরের নিখুঁত ফিনিশিংয়ে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলের পর আরও দুটি আক্রমণ করে বাংলাদেশ, তবে ব্যবধান বাড়াতে পারেনি। ২৯ মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করেছিল লঙ্কানরা, তবে গোলরক্ষক সোনালীর দৃঢ়তায় রক্ষা পায় বাংলাদেশ।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বাঁ দিক থেকে তৃষ্ণার নেওয়া শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে দারুণ ফিনিশিং করেন পূজা রানী। ফলে প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েই ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।