Image description

ফুটবল খেলোয়াড়দের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের বিদ্বেষী ও বিভেদ সৃষ্টিকারী বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ করেছে চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি।

শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা আসিফ আকবরের কুরুচিপূর্ণ বক্তব্য অবিলম্বে প্রত্যাহারসহ নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।

এতে চট্টগ্রামের বিভিন্ন ফুটবল একাডেমির কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ক্রীড়ামোদী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আসিফ আকবর উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রিকেট ও ফুটবলারদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছেন। এ কারণেই তিনি ফুটবল খেলোয়াড়দের নিয়ে অবমাননাকর এবং খেলার মাঠ নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন।

সমাবেশে বক্তব্য রাখেন- মো. রফিক আহম্মদ, আসকর বাবু, কিশোর দত্ত মানু, কাজী মিজানুর রহমান মিজান, অঞ্জন চক্রবর্তী, তবদিল হোসেন আবুল, নজরুল বাবু, ফারুক খান, হায়দার কবির প্রিন্স, একরাম আবছার, আব্দুল হান্নান মিরন, মো. ইয়াকুব, মো. আমজাদ, মো. শরীফ টুটুল, চেনামং রাখাইন, মো. জহির উদ্দিন, মো. ইব্রাহীম ও বিভিন্ন ফুটবল একাডেমির নেতারা।

এর আগে রোববার বিসিবি কনফারেন্সে অংশ নিয়ে আসিফ আকবর বলেন, ‘ফুটবলারদের কারণে দেশে ক্রিকেট খেলা চালানো যাচ্ছে না। কারণ তারা স্টেডিয়াম দখল করে রেখেছে এবং উইকেট ভেঙে ফেলছে। প্রত্যেক জেলায় স্টেডিয়াম দখল করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেও দখল করে রেখেছে।’

তিনি আরও বলেন, ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। আমি সরাসরি বলতে চাই। কারণ ক্রিকেট একটা আভিজাত্যের খেলা। এখানে অনেক নিয়ম-কানুন আছে। সিনিয়র যারা আছেন, বোর্ড পরিচালক দ্রুত বসেন। আমরা তো মারামারি করতে যাব না। প্রয়োজন হলে করব। কারণ হচ্ছে আমাদের খেলতে হবে, আমাদের বাচ্চারা খেলবে।’

এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। সাবেক ফুটবলাররা তার বিরুদ্ধে তীব্র মন্তব্য ও প্রতিক্রিয়া জানান।