মৌসুমের শেষ আন্তর্জাতিক বিরতিতে আজ আফ্রিকার মাটিতে বছরের শেষ ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রোতে বাংলাদেশ সময় রাত ১০টায় অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটি আঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, শুরু থেকে খেলবেন অধিনায়ক লিওনেল মেসি।
অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোকে উড়িয়ে আর্জেন্টিনা দুর্দান্ত ছন্দে আছে।
এই ম্যাচেই প্রথমবার দেখা যাবে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের নতুন জার্সি।
অ্যাঙ্গোলা ২০২৬ বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেছে। তাই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এই ম্যাচটি তাদের জন্য মর্যাদার লড়াই।