আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই শিক্ষকদের দাবি-দাওয়া মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্রতিনিধি সমাবেশে এ আহ্বান জানান তিনি।
নুরুল হক নুর বলেন, নবম পে-স্কেল নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার বেতন কাঠামোর যৌক্তিক সমাধান দিয়ে যাবে। নির্বাচন হওয়ার আগেই শিক্ষকদের দাবি-দাওয়া মেনে নেওয়া জরুরি।
তিনি বলেন, রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে হলে প্রথমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থার উন্নয়ন করতে হবে। এজন্য বেতন কাঠামোর বৈষম্য দূর করা জরুরি। কেউ পাচ্ছে ৮ হাজার, আর কেউ ৭০ হাজার- এই বৈষম্য চলতে পারে না।
সমাবেশে আগামী ১ জানুয়ারি নবম পে স্কেল কার্যকরের দাবি জানানো হয়। এ ছাড়া ১৫ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত গেজেট বাস্তবায়নের দাবিও জানিয়েছে সংগঠনটি। একই সাথে পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার নেতিবাচক বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান সংগঠনটির নেতারা।
এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন।