Image description

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেছেন, আমাদের অনেক নেতাকে বিচারবহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে। এমপি মন্ত্রী হওয়ার জন্য আমরা কার্যক্রম পরিচালনা করিনা। আমাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। আমরা নাকি মানুষের কাছে জান্নাত বিক্রি করি, এ ধরনের কথা জামায়াত ইসলামীর কেউ কখনো বলে না। আমরা সবাই ন্যায়, সবাই ইসলামপন্থী।

 

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী মহিলা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

 

জীবননগর উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী সুমাইয়া নূর সিদ্দিকার সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া আঞ্চলিক সহকারী ফিরোজা ইয়াসমিন বিউটি। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের নায়েবে আমির মওলানা আজিজুর রহমান প্রমুখ।

 

সমাবেশে দলের বিভিন্ন স্তরের মহিলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।