ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি ফারুক হোসেনকে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এ সময় পুলিশের পক্ষ হতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, ফারুক হোসেনকে শহরের ঝিলটুলির এলাকার নুরজাহান টাওয়ারের এক ফ্ল্যাট বাসা থেকে গত ১০ নভেম্বর কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করে। বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত ফারুক হোসেনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় আগের ৪টি এবং ডিএমপিতে ২টি মামলা রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ বিশ্বাস বলেন, আদালত ফারুক হোসেনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।