Image description
 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি এ মিছিলের ডাক দেন।

 

পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, আজ সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

 

 

 

ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত এই প্রতিবাদী মিছিলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ থেকে শুরু করে ছাত্র, যুব, শ্রমিক, নারী সহ সকল ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান।’

এর আগে এক তিনি আরো লেখেন, ‘আগুন সন্ত্রাসীদের পক্ষে এতদিন যারা টকশোতে বৈধতা উৎপাদন করেছে, তাদের চিনে রাখেন। এদের প্রত্যেকেই ভারতীয় অ্যাম্বাসী ফান্ডেড।’