Image description

টাঙ্গাইলের মধুপুরে সেন্ট যোসেফ গির্জায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা গির্জার মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা গির্জার ভেতর থেকে ৫টি সিলিং ফ্যান, ১টি হারমোনিয়াম, ১টি তবলা, ৭টি চেয়ার ও ১টি ঘণ্টা চুরি করে নিয়েছে।

গির্জার দায়িত্বশীলরা জানান, সকালে গির্জায় প্রার্থনায় এসে প্রথমে ভাঙা তালা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখা যায়—একাধিক সামগ্রী চুরি হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির এস আই বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা গির্জা ঘরের তালা কেটে ভেতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। চুরির সম্পদের আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা।

ঘটনাটি তদন্তের পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে পুলিশি চেষ্টা অব্যাহত আছে।