Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে ১৪৪টি দেশে অবস্থানরত ২ লাখ ২৭ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি নাগরিক ভোটার হিসেবে নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আজ রোববার দুপুর দুইটা পর্যন্ত মোট ২ লাখ ২৭ হাজার ১৬০ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬ হাজার ৯৬৯ জন এবং নারী ২০ হাজার ১৯১ জন।

ইসির তথ্যে দেখা গেছে, নিবন্ধনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে সৌদি আরবের প্রবাসীরা। সেখান থেকে ৫১ হাজার ৬১ জন ভোটার হয়েছেন। জেলাভিত্তিক হিসেবে ঢাকার প্রবাসীদের সংখ্যাই সবচেয়ে বেশি, ২৮ হাজার ৭০৯ জন। এ পর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৮৯৩ জনের আবেদন অনুমোদন করা হয়েছে।

১৯৭২ সাল থেকেই দেশের নির্বাচন ব্যবস্থায় ডাকযোগে ভোট দেওয়ার বিধান রয়েছে। তবে অনলাইন পোস্টাল ভোটের উদ্যোগ এবারই প্রথম নিল ইসি। এই ব্যবস্থায় প্রবাসীদের পাশাপাশি কারাগারে আটক ব্যক্তি ও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারাও ভোট দিতে পারবেন।

গত ১৯ নভেম্বর 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয়। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত এর মাধ্যমে নিবন্ধন করা যাবে। এর আগে ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করে ইসি। একবার নিবন্ধিত হলে ভোটাররা প্রতীকসহ ব্যালট পেপার পাবেন এবং ই–মেইলের মাধ্যমে ভোট দিতে পারবেন।

এ ছাড়া সরকারি কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তা ও কারাগারে থাকা ব্যক্তিরা ১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।