Image description

বাংলাদেশের সীমান্তে ঢুকে ছাগল চুরি করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা।

ভারতীয় চোরাচালানকারী ও কৃষকদের চুরিতে সহায়ক হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে বিএসএফের বিরুদ্ধে। এবার তাদের সরাসরি ছাগল চুরির ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হেলমেট পরা দুই সদস্য বাংলাদেশ সীমান্তে ঢুকে লাঠি হাতে একটি কালো ছাগলকে ধরার চেষ্টা করছে। ছাগলটি পালাতে চেষ্টা করছে, কিন্তু বিএসএফের জওয়ানরা তাকে থামানোর জন্য লাঠি ব্যবহার করছে। একপর্যায়ে ছাগলটিকে ধরার পর সীমান্তের ওপারে নিয়ে যায়।

স্থানীয় এক যুবকের দূর থেকে ধারণ করা এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বাংলাদেশ-ভারত সীমান্তে এমন ঘটনা অপ্রত্যাশিত হলেও বিএসএফ প্রায়ই তা করে থাকে।

শীর্ষনিউজ