ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৬৯৯ জন ভোটার হিসেবে নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৩ হাজার ৫৭৮ জন পুরুষ এবং ২০ হাজার ১২১ জন নারী।
দেশভিত্তিক নিবন্ধনের হিসাবে সৌদি আরবে ৫১ হাজার ৬৪৯ জন, যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ৫৯৯ জন, কাতারে ১৩ হাজার ৯৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৫০০ জন, মালয়েশিয়ায় ১২ হাজার ১৬২ জন, সিঙ্গাপুরে ১২ হাজার ১৩৩ জন, যুক্তরাজ্যে ১১ হাজার ১৯৮ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫১১ জন, কানাডায় ৯ হাজার ২৮০ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৯২৪ জন এবং ইতালিতে ৭ হাজার ৬০৮ জন নিবন্ধন করেছেন।
নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা দিন। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।’
ইসি ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে। পাশাপাশি ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের সব দেশের প্রবাসীরা অ্যাপটি ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আউট অব কান্ট্রি ভোটিংয়ের জন্য নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন বিশ্বের যেকোনো জায়গা থেকেই অ্যাপটি ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন করতে পারবেন।’
তিনি আরও জানান, নির্বাচনে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকা থেকে বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়াও চালু করা হবে। তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের জন্য আইসিপিভির নিবন্ধন প্রক্রিয়া চালু থাকবে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে প্রবাসী ভোটারকে অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করতে সঠিক ঠিকানা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।