Image description

খাগড়াছড়ির রামগড় উপজেলায় অনুমতিহীনভাবে আবাসিক ভবনে অবস্থান করায় দুই চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রামগড় পৌরসভার বাজার এলাকার ইলিয়াছ হোসেন মালিকানাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন জিয়াং ছেংথং ও টেং তংগু, উভয়েই চীনা পাসপোর্টধারী।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ল্যাপটপসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি ডিভাইস জব্দ করা হয়েছে। এসব ডিভাইসের প্রকৃতি ও ব্যবহার যাচাইয়ে বিটিআরসির সহায়তা চাওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, গত ১২ নভেম্বর চট্টগ্রামের কুমিরায় অবস্থিত ‘অবর্না ক্লাসিক’ নামক একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে তারা রামগড়ে আসেন। পরে কোনো বৈধ অনুমতিপত্র ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে ওই বাসাটি ভাড়া নেন। ভবন মালিককে তারা জানায়, ইলেকট্রনিকস আমদানি-রপ্তানির কাজ করবে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে অবস্থানের জন্য বিদেশি নাগরিকদের বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু তাদের কাছে কোনো অনুমতিপত্র পাওয়া যায়নি।