ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়া হয়েছে।
অপরদিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় যুব উন্নয়নের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়ছেন ফতুল্লা থানার ওসি আনোয়ার হোসেন।
তার আগে রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানকার পুলিশ জানিয়েছে।
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে রাতে নারায়ণগঞ্জ শহরে যখন বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা মিছিল করেছিলেন, তখন কয়েক কিলোমিটার দূরে জালকুড়ির ঘটনার প্রাথমিক তদন্তের বরাতে ওসি আনোয়ার হোসেন বলেন, “দুইজন যুবক সাইনবোর্ড যাওয়ার কথা বলে চাষাড়া থেকে সিএনজিচালিত অটোরিকশাটি ভাড়া করেন।
“জালকুড়ি এলাকায় পৌঁছানোর পর যাত্রীরা তাদের সঙ্গে একজন উঠবেন বলে চালককে থামাতে বলেন। ফোনে কথা বলার অজুহাতে অটোরিকশা থেকে নেমে নিচে দাঁড়ান যাত্রীর ছদ্মবেশে থাকা দুই যুবক। পরে তারা কৌশলে অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যান।
ওসি বলেন, “কিছুক্ষণ পর পেছনের দিকে তাকিয়ে অটোরিকশা চালক দেখেন আগুন জ্বলছে আর যাত্রীরা নেই।”
পরে চালকই স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়, কিন্তু ততক্ষণে অটোরিকশার ছাউনি আর পেছনের আসনটি পুড়ে যায়, বলেন এ পুলিশ কর্মকর্তা।
সন্দেহভাজনরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ।
ওসি বলেন, ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জ থানা এলাকার অধীন হওয়াতে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে ওই থানা পুলিশ।
এদিকে, সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আওয়ামী লীগ বিরোধী মিছিল করতে দেখা গেছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে মশাল হাতে মিছিল করেছেন এনসিপির নেতাকর্মীরা। রাত ৯টার পর তারা মিছিল বের করেন।
চলন্ত পিকআপ থেকে হাতবোমা নিক্ষেপ
স্থানীয় লোকজনের বরাতে পুলিশ জানায়, মানিকগঞ্জ শহরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছেই হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে আরিচার দিকে চলে যায় পিকআপটি।
মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হাতবোমা বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ওসি বলেছেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।
বুধবার ভোরে গাজীপুরে আলাদা স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। সাভারের আশুলিয়ায় আগুন দেওয়া হয়েছে আরেকটি বাসে।
মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা ছোড়া হয়।
দুপুরে মিরপুরে সনি সিনেমার সামনে আগুন দেওয়া হয় শতাব্দী পরিবহন নামে একটি বাসে।
এর আগে কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পোড়ে পুলিশের একটি পিকআপ ভ্যান। আর উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস।
দুটি ঘটনাই যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে।
সন্ধ্যায় রাজধানীর দোলাইরপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে সড়কে একটি বাস আগুনে পুড়েছে।
রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে আইনশৃঙ্খলা বাহিনীর তরফে বলা হয়েছে।