অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফ্যাশন ডিজাইনার ও ‘সায়ানা কুটর’ ফ্যাশন হাউজের কর্ণধার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।
জিডিতে সানায়া অভিযোগ করেন, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর তানজিন তিশা তার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নেন। পরদিন ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি আজ পর্যন্ত তা ফেরত দেননি। শাড়ি ফেরত চাইলে তিশা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন এবং ডিবির মাধ্যমে হয়রানি করার কথাও বলেন।
সানায়া জানান, “বিভিন্ন সময় আমি অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হলে শাড়িটি ফেরত চাই, কিন্তু তিনি দেননি। বরং হুমকি দিয়েছেন আমাকে ভাইরাল করে সামাজিকভাবে হেয় করার।”
তিনি আরও বলেন, “গত ১০ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে তিশা আমাকে ব্যবসা ধ্বংস করার এবং কেউ যেন আমার ডিজাইনকৃত পোশাক না পরে সে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। এতে আমি ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি।”
গণমাধ্যমে সানায়া বলেন, “ফ্যাশন ডিজাইনার ও শিল্পীদের সম্পর্ক সবসময় সহযোগিতার হয়। কিন্তু তিশা আমার সঙ্গে যেভাবে আচরণ করেছেন, তা খুবই হতাশাজনক। এবার বাধ্য হয়েই আইনের শরণাপন্ন হয়েছি।”
এর আগে, আরেক নারী উদ্যোক্তাও তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।