
এবারের জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরসঙ্গী হবেন বিএনপি, জামায়াত ও এনসিপির চার নেতা। বুধবার সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানোর পর এ নিয়ে চলছে নানা আলোচনা। ঠিক কোন কোন কারণে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক নেতাদের জাতিসংঘে নিচ্ছেন তা নিয়ে নানা মত জানাচ্ছেন বিশ্লেষকরা।
বৃহস্পতিবার এ নিয়ে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামলের ইউটিউব চ্যানেলে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন সাংবাদিক ও কলামিস্ট আমীন আল রশীদ।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরে যাচ্ছেন ৩টি রাজনৈতিক দলের শীর্ষ ৪ নেতাকে নিয়ে। এর আগেও আমাদের সরকারপ্রধানরা জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন। তারা কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাননি। সেই ক্ষেত্রে ড. ইউনূসের সঙ্গে তিনটি দলের নেতাদের যুক্তরাষ্ট্র সফর একটি বিরল ঘটনা।
তিনি আরো বলেন, “এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। এক. যেহেতু এ সরকার একটি নির্দলীয় সরকার। শুরু থেকেই এই সরকারের একটি লক্ষ্য ‘রাজনৈতিক ঐক্য’। প্রধান উপদেষ্টা হওয়ার আগে বাংলাদেশে এসে ড. ইউনূস বলেছিলেন, ‘আমরা সবাই মিলে এক জাতি।
দুই. সম্প্রতি লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বহরে হামলা করেছে আওয়ামী লীগ।
তিন. সেখানে সরকার ও তিন দলের একটি বৈঠকও হতে পারে। যার মধ্যস্থতা করবে আমেরিকা। এ রকম একটি বৈঠক অসম্ভব কিছু নয়। ফলে আমরা ঠিক জানি না কী কারণে রাজনৈতিক নেতারা সরকারপ্রধানের সঙ্গে যাচ্ছেন।”