Image description

ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রশিবির নিজের নামে রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন কবি ও সাংবাদিক সোহরাব হাসান হাসান। সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

সোহরাব হাসান বলেন, ‘ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রশিবির রাজনীতি করেছে একটি বৃহত্তর প্ল্যাটফরম গঠন করে। যেখানে জাতিগত সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করেছে জনসমর্থন পাওয়ার জন্য।

 

 

তিনি বলেন, ‘শিবির কেন এই কৌশল নিল সেটা বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের ছাত্রসংগঠন ছাত্রদল বুঝতে পারল না। এ ছাড়া ছাত্রদল প্রথমে নির্বাচনই করতে চায়নি। পরবর্তীকালে তাদের একবছরের কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা তাদের ওপর ভরসা পায়নি।’ 

ছাত্রলীগের ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘জগন্নাথ হলে কি নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কর্মী ছিল না? সেখানে তো আরো বেশি থাকার কথা।

 
সেখানে সাদিক কায়েম ১০টি ভোট পেয়েছেন। সুতরাং ছাত্রলীগ শিবিরকে জিতিয়েছে এই অমূলক দাবি করাটা নিজের ব্যর্থতা ঢাকার একটা কৌশল।’ 

 

জামায়াতের রাজনীতি পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত নিজেকে বদলাতে পেরেছে সময়ের দাবিতে, বাস্তবতার নিরিখে। কিন্তু আমাদের অন্যান্য দলগুলো নিজেদের বদলাতে পারেনি।

 
’ 

 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনে করেছে ১৯৭২ সালের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৪ সালেও চলবে। এরমধ্যে যে দেশে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন হয়েছে সেটাকে তারা আমলে নেয়নি। এমনকি বিএনপির মূল ভিত্তি কিন্তু ১৯ দফা। এই ১৯ দফা কি এখনকার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?’