যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাতে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭।
তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানায়, আলাস্কার জুনো শহর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি। এর কেন্দ্রস্থল ছিল ভূগর্ভস্থ ১০ কিলোমিটার গভীরে। ঘটনার পর একই অঞ্চলে কয়েকটি মৃদু আফটারশকও অনুভূত হয়।
কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ডের মতে, ভূমিকম্পপ্রবণ এ পাহাড়ি এলাকায় জনবসতি খুবই কম। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার কথা জানিয়েছেন। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওডও ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র ইতোমধ্যে জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো ঝুঁকি নেই। দ্রুত অবস্থা মূল্যায়নের জন্য কর্তৃপক্ষ নজরদারি চালাচ্ছে।
শীর্ষনিউজ