ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতির জেরে নতুন ৫ হাজার ৬০০ সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলা। শনিবার (৬ ডিসেম্বর) করাকাসে এক অনুষ্ঠানে এ মোতায়েনের ঘোষণা দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি সামরিক নিয়োগ আরও জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, দেশকে সাম্রাজ্যবাদী হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে।
সরকারি তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার সেনাবাহিনীতে বর্তমানে প্রায় ২ লাখ সৈন্য এবং সমানসংখ্যক পুলিশ সদস্য রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র অপারেশন সাদার্ন স্পিয়ার নামে কারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক শক্তি গড়ে তুলেছে। এতে রয়েছে ১৫ হাজার মার্কিন সেনা, ডজনখানেক যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। সাম্প্রতিক অভিযানে সন্দেহভাজন মাদক পাচারসংক্রান্ত নৌকা লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালায়, যাতে ৮০ জনের বেশি নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ ঘোষণার পর উত্তেজনা আরও বেড়ে যায়। দেশটির ভেতরে সামরিক পদক্ষেপের হুমকি দেন ট্রাম্প। এ পদক্ষেপের আগে ট্রাম্প ও মাদুরোর মধ্যে একটি ফোনালাপ হয়, যেটিকে মাদুরো বন্ধুসুলভ কিন্তু হুমকি হিসেবে উল্লেখ করেন। ফোনালাপে ট্রাম্প মাদুরোকে ক্ষমতা ছাড়ার আলটিমেটাম দেন। সূত্র : শাফাক নিউজ