Image description
 

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে পাকিস্তানের জাতীয় সংসদের ভেতরে হঠাৎ একটি গাধা ঢুকে পড়তে দেখা যায়। ভিডিওতে টেবিল-চেয়ার ভেঙে পড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, আর আইনপ্রণেতারা আতঙ্কে উঠে দাঁড়াচ্ছেন—এমন দৃশ্যই দেখা গেছে ভাইরাল সেই ক্লিপে।

 

টেবিলের ওপর থাকা ফাইলপত্র ছিটকে পড়ে মেঝেজুড়ে ছড়িয়ে যায়। কেউ সিট থেকে লাফিয়ে উঠে পড়ে যাচ্ছেন, আবার কেউ পরিস্থিতি দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছেন। ভিডিওটি প্রকাশের পরই অনেকে দাবি করেন, ঘটনাটি পাকিস্তানের পার্লামেন্টেই ঘটেছে।

এক্স প্ল্যাটফর্মে ‘রাশিয়ানিউজ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। দ্রুতই এটি লাখো ভিউ পায় এবং নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

 

তবে তদন্তে জানা গেছে, ঘটনাটি বাস্তব নয়। পাকিস্তানের সংসদ কর্তৃপক্ষ এমন কোনো ঘটনার উল্লেখ করেনি। ভিডিওটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলেও বোঝা যায়, দৃশ্যটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।

 

ভিডিওটির সত্যতা যাচাই না করেই অনেক ব্যবহারকারী তা শেয়ার ও মন্তব্য করেছেন। পরে এআই-জেনারেটেড বলে নিশ্চিত হওয়ায় অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন।

একজন নেটিজেন লিখেছেন, এখন এআই এতটাই উন্নত হয়ে গেছে যে সত্য-মিথ্যা আলাদা করা কঠিন হয়ে পড়ছে। এই ধরনের ভুয়া ভিডিও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং ক্ষতির কারণও হতে পারে।

ঘটনাটি নিয়ে বিতর্ক থেমে নেই, বরং তা এআই-নির্ভর বিভ্রান্তিকর কনটেন্টের ঝুঁকি আবারও সামনে এনে দিয়েছে।