দক্ষিণ কোরিয়া এক অভিনব দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশটি পুরো ২৫ মিনিটের জন্য স্থবির থাকবে। আকাশে কোনো বিমান উঠবে বা নামবে না, রাস্তায় কোনো গাড়ির হর্ন শোনা যাবে না, এবং সব নির্মাণকাজের শব্দও থেমে যাবে।
এই অস্বাভাবিক নীরবতার কারণ হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার (수능, সুনুং) অংশ হিসেবে অনুষ্ঠিত ইংরেজি শ্রবণ (লিসেনিং) পরীক্ষা, যাতে অংশ নেবে সাড়ে ৫ লাখেরও বেশি শিক্ষার্থী।
প্রতিবছর এই দিনটি কোরিয়ার জন্য বিশেষ। স্থানীয় সময় দুপুর ১টা ১০ থেকে ১টা ৩৫ পর্যন্ত পুরো দেশ স্তব্ধ থাকে। সরকার এবং নাগরিকরা একযোগে এই নীরবতা পালন করে, যাতে পরীক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত না হয়।
বিশেষজ্ঞরা বলছেন, সুনুং পরীক্ষা দক্ষিণ কোরিয়ার একটি গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষা, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় জীবন ও ক্যারিয়ার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দেশের সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই নীরবতা মেনে চলে।