বিভিন্ন কারণে ভারতে এপর্যন্ত অনেকগুলো হামলার ঘটনা ঘটে আসছে। ধর্মীয়, ব্যক্তিগত অথবা রাজনৈতিক কারণে হলেও এসব হামলায় মারা যান নেহায়েত নিরাপরাধ সাধারণ কিছু মানুষ। বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। আসুন দেখে নেই ভারতের ভয়বাহ কিছু হামলার চিত্র
মুম্বাই হামলা: ২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনসহ প্রায় ১২টি স্থাপনায় একযোগে সন্ত্রাসী হামলা হয়। এই হামলায় ১৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত।
আহমেদাবাদ হামলা: ২০০৮ সালের ২৬ জুলাই ৭০ মিনিট সময়ের মধ্যে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে ১৭টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫৬ জন নিহতের পাশাপাশি আহত হন ২০০ জনের বেশি।
জয়পুর হামলা, ২০০৮: ১৩ মে ২০০৮ রাজস্থানের জয়পুরে সন্ধ্যা ৭ টা বেজে ২০ মিনিট থেকে ৭ টা ৪৫ মিনিটের মধ্যে একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটে। নয়টি ধারাবাহিক বিস্ফোরণে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন।
হরিয়ানা হামলা, ২০০৭: ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের সংযোগকারী সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় ৭০ জন নিহত হন, যাদের বেশিরভাগই পাকিস্তানি নাগরিক।
মালেগাঁও, ২০০৬: পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি শহর মালেগাঁওয়ের একটি মসজিদের কাছে বিস্ফোরণে কমপক্ষে ৪৫ জন নিহত হন।
মুম্বাই হামলা, ২০০৬: একাধিক ট্রেনে ধারাবাহিক বোমা বিস্ফোরণে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন।
মুম্বাই হামলা, ১৯৯৩: শহরজুড়ে একাধিক বোমা বিস্ফোরণে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হন।
১৯৯১ সালের মে মাসে, শ্রীপেরুম্বুদুর: ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে একটি প্রচারণা সমাবেশের সময় লিবারেশন টাইগার্স অফ তামিল ইলমের এক আত্মঘাতী বোমা হামলাকারী উড়িয়ে দেয়। এতে পনেরো জন নিহত হয়।