রাজনৈতিক আলাপের ‘ট্যাবু’ ভাঙার গল্পে প্রেক্ষাগৃহে আসছে সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। আগামী ১৯ ডিসেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমার পরিচালক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। ‘আমারে উড়াইয়া দিও’, ‘শহরের দুইটা গান’, ‘হয়তো আমরা’, ‘মানুষ কেন এ রকম’, ‘কেমনে কী’-সহ আরো কিছু গান গেয়ে শ্রোতাদের বেশ প্রশংসা পেয়েছেন সানি। এর আগে এই সংগীতশিল্পী নির্মাণ করেছেন বেশকিছু বিজ্ঞাপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি নির্মাতার প্রথম সিনেমা।
‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমার পটভূমি ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে। তবে এর মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাসও তুলে ধরা হবে। সিনেমাটি নিয়ে সানি বলেন, “প্রায় সময় বিভিন্ন জায়গায় লেখা থাকে ‘রাজনৈতিক আলাপ নিষেধ’। কিন্তু রাজনৈতিক আলাপটা আসলে জরুরি। মানুষ যত বেশি রাজনৈতিকভাবে সচেতন হবে, ততই দেশ নিয়ে ভাবতে শিখবে। রাজনৈতিক আলাপ যে জরুরি, আমরা এ সিনেমায় সেটিই তুলে ধরার চেষ্টা করেছি। কারণ আমাদের ইতিহাস জানতে হবে। আমরা গল্পটার মধ্যে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাস বলার চেষ্টা করেছি।” চলতি বছরের আগস্টে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায়। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। আরো আছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলমসহ অনেকে। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন খালিদ মাহমুদ। কুয়াকাটা ও ঢাকার বিভিন্ন স্থানে হয়েছে সিনেমার দৃশ্যধারণ। গত ২১ নভেম্বর প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম গান ‘দুঃখ দেবে যদি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সানি নিজেই। গানের কথা লিখেছেন সপ্তক সরকার। ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৪তম আসরেও প্রদর্শিত হবে সিনেমাটি।
রাজনৈতিক আলাপের ‘ট্যাবু’ ভাঙার গল্পে প্রেক্ষাগৃহে আসছে সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। আগামী ১৯ ডিসেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমার পরিচালক সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। ‘আমারে উড়াইয়া দিও’, ‘শহরের দুইটা গান’, ‘হয়তো আমরা’, ‘মানুষ কেন এ রকম’, ‘কেমনে কী’-সহ আরো কিছু গান গেয়ে শ্রোতাদের বেশ প্রশংসা পেয়েছেন সানি। এর আগে এই সংগীতশিল্পী নির্মাণ করেছেন বেশকিছু বিজ্ঞাপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি নির্মাতার প্রথম সিনেমা।
‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমার পটভূমি ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে। তবে এর মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাসও তুলে ধরা হবে। সিনেমাটি নিয়ে সানি বলেন, “প্রায় সময় বিভিন্ন জায়গায় লেখা থাকে ‘রাজনৈতিক আলাপ নিষেধ’। কিন্তু রাজনৈতিক আলাপটা আসলে জরুরি। মানুষ যত বেশি রাজনৈতিকভাবে সচেতন হবে, ততই দেশ নিয়ে ভাবতে শিখবে। রাজনৈতিক আলাপ যে জরুরি, আমরা এ সিনেমায় সেটিই তুলে ধরার চেষ্টা করেছি। কারণ আমাদের ইতিহাস জানতে হবে। আমরা গল্পটার মধ্যে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাস বলার চেষ্টা করেছি।” চলতি বছরের আগস্টে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায়। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। আরো আছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলমসহ অনেকে। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন খালিদ মাহমুদ। কুয়াকাটা ও ঢাকার বিভিন্ন স্থানে হয়েছে সিনেমার দৃশ্যধারণ। গত ২১ নভেম্বর প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম গান ‘দুঃখ দেবে যদি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সানি নিজেই। গানের কথা লিখেছেন সপ্তক সরকার। ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৪তম আসরেও প্রদর্শিত হবে সিনেমাটি।