Image description

‘দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তিই হোক আমাদের অঙ্গীকার’- প্রতিপাদ্য নিয়ে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৬৬তম জোনাল ম্যানেজার ও জোনাল অডিট অফিসার সম্মেলন-২০২৫।

দরিদ্র সদস্যদের মালিকানার এই ব্যাংককে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সম্মেলনে অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান ও একেএম সাজ্জাদ হোসেন, প্রধান কার্যালয়ের সকল নির্বাহীসহ ৪০টি যোনের যোনাল ম্যানেজার ও যোনাল অডিট অফিসারগণ। সম্মেলনে গোলটেবিল আলোচনায় দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের সকল যোন ও অডিট অফিসের বিভিন্ন কার্যক্রম, বাস্তবায়ন ও বাজেট প্রসঙ্গে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।

এ সময় গ্রামীণ ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা বলেন, ‘গ্রামীণ সদস্যদের মালিকানার এই ব্যাংকে নিত্য নতুন পরিকল্পনার সন্নিবেশে আরও প্রসারিত করতে হবে।’

ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, ‘পারস্পরিক আলোচনায় প্রতিটি যোনের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে আমরা পরামর্শ ও মতামত রাখব। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে গ্রামীণ ব্যাংক ভবিষ্যতে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে আমরা সামনে ৩০%-এর বেশি লভ্যাংশ দিতে সক্ষম হবো।’

উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও সেবা ব্যবস্থাপনা) সৈয়দ মতিয়র রহমান বলেন, ‘আন্তরিকতা, কার্যকরী পদক্ষেপ ও পর্যবেক্ষণের আলোকে ঋণগ্রহীতা সদস্যদের সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে আমাদের কাজ করে যেতে হবে।’

উপ-ব্যবস্থাপনা পরিচালক (শাখা পরিচালনা ও পর্যবেক্ষণ) একেএম সাজ্জাদ হোসেন বলেন, ‘প্রযুক্তিগত নিজস্ব দক্ষতার উন্নয়নের পাশাপাশি এর সুফল গ্রাহক পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমাদের অগ্রসর হতে হবে।’